চীনে শান্তি সম্মেলনে শেখ মুজিবুর রহমান
তৎকালীন পূর্ব পাকিস্তানে যে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ ঘটছিলো সেই মধ্যবিত্ত শ্রেণি সামন্ত প্রভু, জোতদার-জমিদারদের দ্বারা গঠিত মুসলিম লীগের রাজনৈতিক আদর্শে বিশ্বাস স্থাপন করতে পারেনি।
তাছাড়া পাকিস্তান সৃষ্টির অব্যবহিত পর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব বাংলায় জনগণের ওপর যেভাবে শোষণ, নিপীড়ন ও বিমাতাসুলভ আচরণ করেছিলো এবং উর্দুকে যেভাবে বাংলার পরিবর্তে চাপিয়ে দিতে চেয়েছিলো, তা পূর্ব বাংলার ছাত্র-তরুণ, রাজনৈতিক কর্মী ও পেশাজীবী শ্রেণি ভালোভাবে নেয়নি। এই পটভূমিতে ভাষা আন্দোলনের পরপরই রাজনৈতিক আন্দোলন দ্রুত দানা বাঁধতে শুরু করে।
এই সময় আওয়ামী মুসলিম লীগ, মুসলিম ছাত্রলীগ, যুবলীগ এবং আরো পৃথক শ্রমিক গণসংগঠন গড়ে ওঠে। শিক্ষাবিদ, সংস্কৃতিসেবী, বুদ্ধিজীবীদের, পেশাজীবীদের সংগঠন ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। এই সময় পূর্ব পাকিস্তান শান্তি পরিষদও গড়ে ওঠে। এর সভাপতি নির্বাচিত হন রাজনীতিবিদ আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন তরুণ বামপন্থি রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠক আলী আকসাদ।
লেখক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক সংগঠকরা শান্তি পরিষদে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বশান্তি পরিষদ এবং ভারতীয় শান্তি পরিষদের সাথে এই শাখা সংগঠনটির সক্রিয় যোগাযোগ ছিল। বিশ্বশান্তি পরিষদের ইউরোপ সম্মেলনে যোগদান করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও লেখক সাংবাদিক খোন্দকার মোহাম্মদ ইলিয়াস।
বিশ্বশান্তি পরিষদে সমাজতান্ত্রিক দেশগুলির প্রতিনিধিদের প্রাধান্য ছিলো। তখন সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলি ছাড়াও এশিয়ার চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়। এই বিপ্লব চীনের রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক জীবনে বিরাট পরিবর্তনের সূচনা করে। এজন্যে তাদের প্রয়োজন ছিল শান্তি ও স্থিতিশীলতা- বিশ্বশান্তি আন্দোলনে চীন সংযুক্ত হয়ে সক্রিয় ভূমিকা পালন করে। সেপ্টেম্বর ১৯৫৫ সালে দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির প্রতিনিধিরা শান্তি সম্মেলনে মিলিত বেজিংয়ে মিলিত হন।
তখন পাকিস্তান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। স্বভাবতই পাকিস্তান থেকে একটি প্রতিনিধিদল আমন্ত্রণ পেল। পূর্ব পাকিস্তান থেকে যোগ দেন আতাউর রহমান খান, ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন, শেখ মুজিবর রহমান, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস ও উর্দু লেখক ইবনে হাসান।
লেখক: সুভাষ দে
গবেষক ও সাংবাদিক


No comments